হজরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি – পার্ট-২

আল-হাসান আল-বসরীর উক্তিসমূহ: ১. “এই দুনিয়াকে তুচ্ছ মনে করো। আল্লাহর কসম, যখন তোমরা এটাকে তুচ্ছ মনে করবে, তখনই এটি তোমাদের

Table of Contents

আল-হাসান আল-বসরীর উক্তিসমূহ:

১. “এই দুনিয়াকে তুচ্ছ মনে করো। আল্লাহর কসম, যখন তোমরা এটাকে তুচ্ছ মনে করবে, তখনই এটি তোমাদের জন্য সবচেয়ে বেশি সুখকর হবে।”

(ইবনে সা’দ, আল-তাবাকাতুল কুবরা, খণ্ড ৭, পৃ. ১২৪)

২. “ফকীহ হলেন সেই পরহেজগার ও দুনিয়াবিমুখ ব্যক্তি, যিনি কাউকে তাচ্ছিল্য করেন না, কাউকে উপহাস করেন না, এবং আল্লাহ প্রদত্ত জ্ঞান বিনিময়ে কোনো তুচ্ছ দুনিয়াবস্তু গ্রহণ করেন না।”

(ইবনে সা’দ, আল-তাবাকাতুল কুবরা, খণ্ড ৭, পৃ. ১৩১)

৩. হিশাম ইবনে হাসসান বর্ণনা করেন, “আমি আল্লাহর কসম খেয়ে শুনেছি, যে ব্যক্তি দিরহামকে সম্মান করে, আল্লাহ তাকে লাঞ্ছিত করবেন।”

(আহমদ ইবনে হাম্বল, আয-যুহদ, পৃ. ২১৯, হাদিস: ১৫৩৬)

৪. “তোমরা প্রবৃত্তিপূজারীদের সাথে বসবে না, বিতর্ক করবে না এবং তাদের কথা শুনবে না।”

(ইবনে সা’দ, আল-তাবাকাতুল কুবরা, খণ্ড ৭, পৃ. ১২৭)

৫. “হে আদম সন্তান, আল্লাহর ক্রোধ দিয়ে কাউকে সন্তুষ্ট করো না, অবাধ্যতায় কাউকে আনুগত্য করো না, আল্লাহর অনুগ্রহের জন্য কাউকে প্রশংসা করো না, এবং আল্লাহ যা দেননি তার জন্য কাউকে তিরস্কার করো না। মানুষ যেমন সৃষ্টি হয়েছে, তেমনি চলবে। যে ব্যক্তি তার রুজি বাড়াতে লোভ বাড়ায়, সে যেন আয়ু বাড়াতে চেষ্টা করে বা রং পরিবর্তন করে।”

(ইবনে সা’দ, আল-তাবাকাতুল কুবরা, খণ্ড ৭, পৃ. ১৩০)

৬. “হে আল্লাহ, আমাদের অন্তরকে শিরক, অহংকার, নিফাক, রিয়া, লোক দেখানো, দ্বীন সম্পর্কে সন্দেহ ও দ্বিধা থেকে পবিত্র করো। হে অন্তর পরিবর্তনকারী, আমাদের অন্তরকে আপনার দ্বীনের ওপর স্থির রাখো এবং আমাদের দ্বীনকে ইসলাম হিসেবে প্রতিষ্ঠিত করো।”

(ইবনে সা’দ, আল-তাবাকাতুল কুবরা, খণ্ড ৭, পৃ. ১৩০)

৭. “আল্লাহর কসম, যদি তুমি কুরআন পড়ে ঈমান আনো, তবে দুনিয়ায় তোমার দুঃখ দীর্ঘ হবে, ভয় তীব্র হবে এবং কান্না বৃদ্ধি পাবে।”

(আহমদ ইবনে হাম্বল, আয-যুহদ, পৃ. ২১০, হাদিস: ১৪৫৩)

৮. “হে আদম সন্তান, তুমি ছিলে না, তোমাকে সৃষ্টি করা হয়েছে। তুমি চেয়েছ, পেয়েছ, চাওয়ায় থেকেছ, কিন্তু কত খারাপ কাজ করেছ!”

(ইবনে সা’দ, আল-তাবাকাতুল কুবরা, খণ্ড ৭, পৃ. ১২৬)

৯. “মানুষ থেকে মন্দ ধারণা থেকে সতর্ক থাকো।”

(ইবনে সা’দ, আল-তাবাকাতুল কুবরা, খণ্ড ৭, পৃ. ১৩১)

১০. “অতিরিক্ত হাসি অন্তরকে মৃত করে দেয়।”

(ইবনে সা’দ, আল-তাবাকাতুল কুবরা, খণ্ড ৭, পৃ. ১২৬)

১১. মালিক ইবনে দীনার বলেন, “আমি হাসান আল-বসরীকে জিজ্ঞেস করলাম, ‘আলিমের শাস্তি কী?’ তিনি বললেন, ‘অন্তরের মৃত্যু।’ আমি জানতে চাইলে বললেন, ‘আখিরাতের কাজ না করে দুনিয়া অনুসরণ করাই অন্তরের মৃত্যু।”

(আহমদ ইবনে হাম্বল, আয-যুহদ, পৃ. ২১৫, হাদিস: ১৪৯৮)

১২. “মুমিন তাঁর রবের ওপর ভালো ধারণা রাখে, তাই ভালো কাজ করে; মুনাফিক খারাপ ধারণা রাখে, তাই খারাপ কাজ করে।”

(ইবনে আবি শাইবার, আল-মুসান্নাফ, খণ্ড ১২, পৃ. ২০০, হাদিস: ৩৬২০১)

১৩. ”এমনভাবে জ্ঞান অর্জন করো যা ইবাদতের ক্ষতি না করে, এবং এমনভাবে ইবাদত করো যা জ্ঞানের ক্ষতি না করে। কারণ জ্ঞান ছাড়া আমল ক্ষতিকর।”

(ইবনে আবি শাইবার, আল-মুসান্নাফ, খণ্ড ১২, পৃ. ২০১, হাদিস: ৩৬২০২)

১৪. “যদি কেউ দুনিয়ায় প্রতিযোগিতা করে, তুমি তার সাথে আখিরাতে প্রতিযোগিতা করো।”

(ইবনে আবি শাইবার, আল-মুসান্নাফ, খণ্ড ১২, পৃ. ২০১, হাদিস: ৩৬২১৩)

১৫. “ঈমান কোনো সাজসজ্জা নয়; ঈমান অন্তরে বসে ও কাজ দ্বারা সত্য প্রমাণিত হয়।”

(ইবনে আবি শাইবার, আল-মুসান্নাফ, খণ্ড ১২, পৃ. ২০৩, হাদিস: ৩৬২২১)

১৬. “মুমিনরা দুনিয়ায় দ্রুত ভয় পেয়েছে, তাই আল্লাহ তাদের কিয়ামতে নিরাপত্তা দেবেন; মুনাফিক ভয় বিলম্বিত করেছে, তাই ভীত হবেন।”

(ইবনে আবি শাইবার, আল-মুসান্নাফ, খণ্ড ১২, পৃ. ২০৩, হাদিস: ৩৬২২৩)

১৭. “লা ইলাহা ইল্লাল্লাহ হলো জান্নাতের মূল্য।”

(ইবনে আবি শাইবার, আল-মুসান্নাফ, খণ্ড ১২, পৃ. ২১৮, হাদিস: ৩৬৩২৩)

১৮. “বান্দা ততদিন কল্যাণের ওপর থাকবে, যতদিন সে আল্লাহর জন্য কথা বলবে এবং আল্লাহর জন্য কাজ করবে।”

(ইবনে আবি শাইবার, আল-মুসান্নাফ, খণ্ড ১২, পৃ. ২১৪, হাদিস: ৩৬২৯৮)

১৯. আলেম তিন প্রকার: ক. নিজের জন্য এবং অন্যদের জন্য আলেম — এরা সর্বোত্তম ও শ্রেষ্ঠ। খ. কেবল নিজের জন্য আলেম — এটি ভালো। গ. না নিজের জন্য, না অন্যদের জন্য আলেম — এরা সবচেয়ে নিকৃষ্ট।

(ইবনে আবি শাইবার, আল-মুসান্নাফ, খণ্ড ১২, পৃ. ২১৮, হাদিস: ৩৬৩৩

 

ইন্তেকাল:

হজরত হাসান আল-বসরী রহমাতুল্লাহি আলাইহি ১০১ হিজরির রজব মাসের শুক্রবার রাতে ইন্তেকাল করেন। ইন্তেকালের সময় তাঁর বয়স প্রায় ৮৯ বছর ছিল।

(আত-তাবাকাতুল কুবরা, খণ্ড ৭, পৃ. ১৩২)

তাঁর জানাজায় অসংখ্য লোক উপস্থিত হন। বসরার জামে মসজিদে জুমার নামাজের পর তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জনস্রোতের এত ভিড় হয়েছিল যে, আসরের নামাজ জামে মসজিদে আদায় করা সম্ভব হয়নি।

(সিয়ারু আলামিল নুবালা, খণ্ড ৪, পৃ. ৫৮৭)

Explore Our Beloved Sufis

Persian

শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ছিলেন..

Persian

হজরত সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (১৮৬৫-১৯৩৭ খ্রি.), যিনি..

Persian

গাউসুল আজম হজরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (ক.)..

Persian

তাসাউফকে এককথায় ব্যাখ্যা করা বেশ কঠিন। হজরত দাতা..

Persian

আল-হাসান আল-বসরীর উক্তিসমূহ: ১. “এই দুনিয়াকে তুচ্ছ মনে..

Persian

ইসলামের ইতিহাসে এমন কিছু মহান ব্যক্তিত্ব রয়েছেন, যাঁদের..

All Rights © SufiGraphy | Web Crafted by Sufi Media Solution (SMS).